অগ্রণী বেলেঘাটা- এর এবারের থিম ‘সুপার ড্যাড’
TODAYS বাংলা: অগ্রণী বেলেঘাটা এবারে ৫৩ তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের থিম হল ‘সুপার ড্যাড অর্থাৎ শ্রেষ্ঠ পিতা’। মাতৃ আরাধনার পাশাপশি আমাদের বাবারাও যেইভাবে আমাদের জীবনে অনগরত সর্বস্ব দিয়ে এসেছেন বাবাদের সেই অক্লান্ত পরিশ্রম তুলে ধরাটাই হলো তাদের এই থিমের ভাবনা। ২৮ আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। আলোকসজ্জায় রয়েছেন মা ইলেকট্রিক । শিল্পী হিসেবে রয়েছেন সমগ্র ভাবনায় গৌতম কুমার দাস, এবং সহযোগিতায় শুভংকর ও সহ শিল্পীগন।