November 30, 2023 | Thursday | 9:12 AM

অনুরাগের ছোঁয়ায় নতুন মোড়, মিশকার ছেলেই কি পরবর্তীকালে ভিলেন হবে?

0

বেঙ্গল টপার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় চলছে নতুন মোড়। সূর্য ও দীপার মিলনের পরই মিশকা আবারও সকলের আনন্দে জল ঢেলে দেয়। মিশকা সূর্যকে বিয়ে করার জন্য দীপাকে সূর্যের থেকে দূরে করার নানান পরিকল্পনা করে।

তারপর মিশকা সূর্যের স্পার্মের সাহায্যে নিজে গর্ভবতী হয়ে সূর্যের উপর সব দোষ চাপায়। কিন্তু তারপরও দীপা সূর্যের পাশে থাকে।এবার সামনে এল ধারাবাহিকের গল্পের আগামী পর্ব। জানা যাচ্ছে, মিশকা ছেলে সন্তানের জন্ম দিয়ে দীপার হাতে তাকে তুলে দেবে। তারপরই মিশকা সকলের থেকে দূরে চলে যাবে।

দীপা মিশকার সন্তানকে মানুষ করবে কিন্তু সূর্যের সেই ছেলের প্রতি তেমন ভালোবাসা থাকবে না। মিশকা ভাববে, তার সন্তান সূর্য ও দীপার বিরুদ্ধে যাওয়ার জন্য তাদের কাছেই মানুষ হচ্ছে। এদিকে সে নিজেও বড় কোনও চক্রান্তকে সফল করার জন্য তৈরী হচ্ছে। সূর্যও মনে মনে ভয় পাবে মিশকার ছেলেকে নিয়ে। কিন্তু দীপা আশ্বাস দেবে যে সেই ছেলে সোনা-রূপার মতোই হবে।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *