December 11, 2023 | Monday | 2:43 AM

অনুরাগের ছোঁয়ায় বিশেষ পর্ব! অবশেষে মিল হতে চলেছে সূর্য-দীপার, নতুন ট্র্যাক জানতেই উচ্ছ্বসিত দর্শকরা

0

টলিপাড়ায় একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু স্টার জলসার অনুরাগের ছোঁয়া দর্শকদের মন জয় করে রেখেছে। গত ১ বছর ধরে টিআরপি তালিকায় টানা ১ নম্বরে রয়েছে এই ধারাবাহিক। সূর্য-দীপার প্রেমের কাহিনী ছাড়াও সোনা-রূপার চরিত্রে দুই খুদের অভিনয়ও দর্শকদের মন ছুঁয়েছে।

সম্প্রতি ধারাবাহিকের গল্পে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন দীপাকে ভুল বুঝে দূরে সরিয়ে রাখার পর অবশেষে সূর্য জানতে পেরেছে তার পিতৃত্বের আসল সত্যিটা। ফলে দীপার সাথে তার ভুল বোঝাবুঝি দূর হয়ে যাচ্ছে। কিন্তু দীপার মনে এখনও অভিমান রয়েছে।

দীপার মানভঞ্জনের জন্য স্টার জলসা হাজির হচ্ছে একটি বিশেষ পর্ব নিয়ে। আগামী রবিবার অর্থাৎ ১ অক্টোবর স্টার জলসার পর্দায় দেখা যাবে অনুরাগের ছোঁয়া-র এই বিশেষ পর্ব। সেখানে হাজির হবেন স্টার জলসার অন্যান্য জনপ্রিয় চরিত্ররা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমার শানু।

এই বিশেষ পর্বের মাধ্যমে দীপার অভিমান দূর হয়ে সূর্য-দীপার প্রেমের নতুন অধ্যায় শুরু হবে কিনা, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *