December 11, 2023 | Monday | 12:47 AM

অনুরাগের ছোঁয়া: সূর্য-দীপার অনস্ক্রিন বিবাহবার্ষিকীতে জমকালো অনুষ্ঠান!

0

আগামী ১ অক্টোবর জলসার চিত্র একটি অভিনব অনুষ্ঠান হবে। অনুরা গের ছোঁয়া প্রেমরপূর্ণ। সত্য এদিন সূর্য দীপার অন্য দিব্যজ্যোতি এবং স্বস্তিকার অন স্ক্রিন ম্যারেজ অ্যানিভার্সি। মনেই বিশেষভাবে পালন করতে হবে। মাস্টার জলসার অন্যান্য বর্তমান সদস্যরা থাকবেন এই সঙ্গে থাকবে প্রক্তন সদস্য।

ফলে নাচে, গানে, আনন্দ, আড্ডা শেষ হতেই হবে এদিনের আসর। অনুগের ছোঁয়ায় এই প্রেমেরই সঞ্চালনা করবেন তৃণা আর রোহন। মনেই কথায় কথা বলার মত দীপা সূর্যের অন্যকে ঠিক কতটা ভালবাসায় সেই কথা।

তবে না,স্টার জলসার চেনা মুখরাই যে কেবল এদিনের থাকবেন এমনটা হবে না। বিশেষ প্রশ্ন হওয়া অলক ইয়াগ্নিক এবং কুমার শানু। আলোচনাই করতে পারছেন ৯০ এর গানে উঠবেন এদিনের আসর। মনে বাবুল সুপ্রিয়। অনুরাগের ছোঁয়া বর্তমানে পাসেস্ট করা হচ্ছে মিস সূর্য স্পার্ম নিয়ে গ্রুপবতী হয়েছে।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *