অন্যান্যদের মতো এবার ঋতুরাজও দায়ী করল রীতাভরীকেই
স্টার জলসার অন্যতম চর্চিত একটি ধারাবাহিক হলো গুড্ডি।রিতাভরি এমন কিছু করেছে যার জন্য অঙ্কুশ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আর এই পুরো জিনিসটাই বুঝতে পেরেছে গুড্ডি। রীতাভড়ির ব্যবহার নিয়ে অতিষ্ঠ ঋতুরাজ। তাই তাকে বারবার বোঝানো সত্ত্বেও সে যখন বুঝছে না বিরক্ত হয়ে উঠছে রীতিমতো ঋতুরাজ।
অবশেষে গুড্ডি ফিরিয়ে আনতে পেরেছে অঙ্কুশকে বাড়িতে। অন্যদিকে আবার ঋতুরাজ ঋতাবরীকে বোঝানোর কাজ দিয়েছে। গুডডি এবারে ধীরে ধীরে কাছে টেনে নিয়েছে রিতাভরি কে যা দেখে সবাই খুবই খুশি।
গুড্ডির জেঠি মনি আর জেঠিমা ঘুরতে যাচ্ছে মানে বাড়ির সকলেই যাচ্ছে। তাই এই যাওয়ার মধ্য দিয়ে সবাই নিজেদের মনকে অন্যদিকে ঘোরাতে চাইছে। একসঙ্গে হই হই করে সবাই বেড়াতে যাবে।