অন্য কোথাও এই ট্রোল সহ্য করতে হতো না! কেন বললেন সৌমিতৃষা?
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু সম্প্রতি তাঁর শেষ ছবি প্রধান নিয়ে ট্রোলের স্বীকার হয়েছেন। ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। অনেকেই বলেছেন, দেব লম্বা সৌমী তাঁর তুলনায় অনেক বেঁটে। এই জুটি মোটেই মানাচ্ছে না। সৌমীকে নিজের সিনেমায় নেওয়া উচিত হয়নি দেবার।
এই ট্রোলের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন সৌমীতৃষা। তিনি বলেন, “বলিউড হলে এরকম কিছুই হতো না। জয়া বচ্চন – অমিতাভ বচ্চন, রানী – অভিষেক অনেকেই একসঙ্গে সিনেমা করেছেন। কিন্তু তাঁদের বেলায় খুব সুন্দর করে দর্শক বলেছেন পারফেক্ট জুটি। কিন্তু যখনই দেব ও সৌমীতৃষার পালা এল, তখনই অসুবিধা হচ্ছে সবার।”
সৌমীতৃষা আরও বলেন, “আমি জানি, আমার উচ্চতা দেবের মতো নয়। কিন্তু আমি এটা মানতে পারি না যে, আমার উচ্চতার কারণে আমি সিনেমায় কাজ করতে পারব না। আমি একজন অভিনেত্রী। আমার কাজ হল অভিনয় করা। আমার উচ্চতা আমার কাজের বাধা হতে পারে না।”