অবশেষে ধরা পড়ে গেল মিশকা! এবার কি সূর্যকে ছাড়াতে পারবে দীপা?
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”য় সম্প্রতি একের পর এক ট্যুইস্ট আসছে। দীপার কাছে ক্ষমা চেয়ে সূর্য দীপা ও সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে এসেছিল। নতুন জীবনের দিকে এগোতে চলেছিল সূর্য-দীপা। কিন্তু তারই মাঝে বাধা হয়ে দাঁড়ালো মিশকা।
মিশকা দাবি করে, সূর্যের সন্তানের মা হতে চলেছে সে। যদিও মিশকার কথায় কেউ বিশ্বাস করে না। দীপাও বুঝতে পারে, মিশকা মিথ্যা বলছে। কিন্তু বারংবার সূর্যকে ডিএনএ টেস্টের জন্য চাপ দেওয়াতে দীপার মনে সন্দেহ হয়। দীপা বুঝতে পারে এর পেছনে অন্য কোনও বড় রহস্য আছে।
সূর্য মিশকার কাছে সকল সত্যি কথা জানতে যায়। আর তখনই ঘটে এক নতুন বিপদ। সূর্য রেগে নিজের উপর গুলি করতে গিয়ে মিশকার সঙ্গে ধস্তাধস্তিতে সেই গুলি চলে ও মিশকা মাটিতে লুটিয়ে পরে। মিশকাকে খুন ও তার বডি লুকিয়ে দেওয়ার দোষে সূর্যের জেল হয়। দীপা কথা দেয় সূর্যকে যে দেবী পক্ষের আগেই দীপা আসল সত্য সামনে আনবে।