অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে
জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা দিব্যানী মণ্ডল। নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু।
সিরিয়ালের গল্প অনুযায়ী, ফুলকি একজন হাঁপানি রোগী। কিন্তু সে বক্সিংয়ে আগ্রহী। সে বক্সিং শিখতে চায়। কিন্তু তার পরিবার তার ইচ্ছাকে সমর্থন করে না। ফুলকি তার স্বপ্ন পূরণের জন্য লড়াই করে।
প্রথম প্রোমো মুক্তি পেতেই চর্চায় উঠে এসেছিল ফুলকি। কারণ, এই সিরিয়াল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এর জায়গা নিতে এসেছে। পাশাপাশি প্রোমোর বিষয়বস্তু নিয়েও হাসাহাসি শুরু হয়েছিল নেটমাধ্যমে। একজন হাঁপানি রোগী বক্সিং করবে, এটা শুনেই মুখ বেঁকিয়েছেন নেটনাগরিকরা।
তবে ফুলকির পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলছেন, “সিরিয়ালের গল্প শুনেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই গল্পটি খুবই আবেগপ্রবণ। ফুলকি একজন সাহসী মেয়ে। সে তার স্বপ্ন পূরণের জন্য সব বাধা-বিপত্তি কাটিয়ে উঠবে।”