September 8, 2024 | Sunday | 11:22 AM

অরিজিৎ-অনুপম একসঙ্গে, আবারও আসছে নতুন গান?

0

বাঙালি শ্রোতাদের কাছে অরিজিৎ সিং এবং অনুপম রায় দুজনেই এককথায় ঈশ্বর। দুজনের গানের জাদুতে মুগ্ধ গোটা বাংলা। তাই যখন দুই শিল্পীকে একসঙ্গে দেখা যায়, তখন অনুরাগীদের উত্তেজনা যে বেড়ে যায়, তা বলাই বাহুল্য।

মঙ্গলবার রাতে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছিলেন অনুপম। গায়কের বাড়ি থেকে ছবিও পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “মনের মানুষ।”

গত পুজোয় “বাউন্ডুলে ঘুড়ি” গানটি দিয়েছিলেন অরিজিৎ-অনুপম। সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবির এই গান আট থেকে আশির মন কেড়েছিল। তাই মঙ্গলবার দুই তারকাকে একসঙ্গে দেখে অনুরাগীদের অনুমান, আবারও সম্ভবত নতুন কোনও সুপারহিট গান আসতে চলেছে!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *