অর্জুনপুর অধিবাসীবৃন্দ – এর দুর্গাপুজোর থিম ‘বাবুয়ানা’
TODAYS বাংলা: অর্জুনপুর অধিবাসীবৃন্দ এবারে ৭৪ বছরের দুর্গা পুজো উদযাপন করবেন। তাদের আগেরবারের থিম ছিল স্বপ্নপুরীর ইন্দ্রলোক। তবে এবারের থিম করছেন বাবুয়ানা। বাবুয়ানা কথাটা কলকাতাবাসী সকলেরই ভীষণ পরিচিত। নবাবি আমলে বাবু প্রথা বেশ প্রচলন ছিল।
তারই কিছু ঝলক দুর্গা পুজোর থিমের মাধ্যমে তুলে ধরছেন তারা। তাদের থিমের ভাবনার কারণ আধুনিকতার চাপে বাঙালির পুরনো সংস্কৃতি ভুলে যাচ্ছে তাই প্রাচীন পন্থা টাকে তুলে ধরতে চান তারা। ২৫ শে আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছিলো। এছাড়া আলোকসজ্জায় রয়েছেন সৌমিক ঘোষাল এবং শিল্পী সমীর রানা ও সত্যপ্রসাদ মন্ডল।