অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব – এর এবারের থিম ‘ZOOMORPHISM’
TODAYS বাংলা: অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব এবারে ৪২ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “ভাগাড়ের মা”। তবে এবারে তাদের থিম হল ‘ ZOOMORPHISM’। তাদের এই থিমের ভাবনা কারণ পশুকুলের কিছু অব্যক্ত কাহিনী তুলে ধরতে চলেছেন তারা, একেবারে অন্য রকম ভাবনা। জুলাই থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন কুনাল পাঠক। শিল্পী হিসেবে রয়েছেন সম্রাট ভট্টাচাৰ্য, সুবিমল দাস, কুনাল পাঠক, সৈকত দেব, শ্যামল।