অসংখ্য শুভেচ্ছা! রক্তবীজের ট্রেলার দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন, শুভেচ্ছা জানালেন গোটা টিমকে
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘রক্তবীজ’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে শনিবার। ট্রেলারটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। দর্শক-অভিনেতারা সবাই সিনেমার প্রশংসা করছেন।
ট্রেলারে দেখা যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করছেন। মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় দুঁদে দুই পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। ট্রেলারটি দেখে দর্শকদের মনে হয়েছে, সিনেমাটি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে।
বলিউডের ডাকসাইটে সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ও কোমল নাহাতাও সিনেমার প্রশংসা করেছেন। তারা বলেছেন, ‘রক্তবীজ’ একটি দুর্দান্ত সিনেমা হতে চলেছে। এবার ‘রক্তবীজ’ টিমের সকলকেই শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। তিনি ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, “অসংখ্য শুভেচ্ছা। শুভমুক্তি পুজোয়।”