February 10, 2025 | Monday | 7:01 PM

অস্কারে ভারতকে নিম্নস্তরে অস্কারে ভারতকে নিম্নস্তরে প্রদর্শন করা হয়’ বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত

0

‘অস্কারে ভারতকে নিম্নস্তরে অস্কারে ভারতকে নিম্নস্তরে প্রদর্শন করা হয়’ বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত। এই মুহূর্তে অভিনেত্রী তাঁর আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত। সম্প্রতি তিনি জানান অস্কারে যে ধরনের ছবি নির্বাচিত হয়, সেখানে সাধারণত ভারতকে নিচু স্তরে প্রদর্শন করা হয়। অভিনেত্রী বলেন, ” অস্কারের ক্ষেত্রে সাধারণত যে ধরনের এজেন্ডা ভারতীয় ছবির জন্য ব্যবহার করা করা হয়। তা খুবই জটিল। ভারত বিরোধী ছবি গুলি নির্বাচন করা হয় সেখানে।।” নাম না করেই কঙ্গনা বলেন, “যে ছবিটা অস্কারে খুব আলোচিত হচ্ছে। আমি ছবিটা দেখিনি। কিন্তু আমার কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমি শুনেছি পরিচালককে বলতে যে ভারতে নাকি কাউকে ভালোবাসার স্বাধীনতাটুকুও নেই ধর্মীয় সমস্যার কারণে। ঠিক এমনভাবে অস্কারে ভারতকে পেশ করা হয়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *