December 8, 2023 | Friday | 10:44 PM

অস্কার দেওয়া হোক গদর ২-কে, দাবি করলেন ছবির পরিচালক!

0

এই মুহূর্তে বলিউডের অন্যতম সাফল্য পেয়েছে যে ছবি সেটা হল গদর টু। ছবি নির্মাতা থেকে শুরু করে দর্শক সবার মুখোমুখি এই ছবির সাফল্য ঘুরছে। ধর্মেন্দ্র পুত্র বক্স অফিসে দীর্ঘদিনের খরা কাটিয়ে সাফল্যের মুখ দেখেছেন। এই ছবি তৃতীয় সপ্তাহে পৌঁছে 475 কোটি টাকা ঘরে তুলেছে। গদর টু এগিয়ে গেছে ৫০০ কোটির থেকে। এখন দাবি হলো এই ছবিতে অভিনীত সানি দেওয়াল কে অস্কার দিতে হবে।

২০০১ সালে গোদর যখন মুক্তি পেয়েছিল তখন বিদেশি ভাষায় ছবির বিভাগে মনোনীত হয়েছিল লাগান ছবিটি। গদরে পরিচালকের মতে তখন গদর এক প্রেম কথা ছবিটি অস্কারে যাওয়ার কথা ছিল। কিন্তু কিভাবে তাকে নিয়ে যেতে হয় তখন পরিচালকের তা জানা ছিল না।

পরিচালক অনিল শর্মার কথায় কিভাবে বদর টুকে অস্কারের মঞ্চ নিয়ে যাবেন তা তিনি জানেন না তবে চেষ্টা করবেন। পরিচালক তার কাহিনী নিয়ে যথেষ্ট আশাবাদী যে অস্কার জিতবেই। তিনি যথেষ্ট আত্মবিশ্বাস এই ছবি নিয়ে যে কোথাও থেকে এই ছবি টোকা হয়নি।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *