অ্যানিম্যাল-এ ববির অভিনয় দেখে খুশি নন ববির মা, কিন্তু কেন?
বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওলের নতুন ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে। ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কপূরের অভিনয় প্রশংসিত হলেও খল চরিত্রে নজর কেড়েছেন ববি। তবে ছেলের সাফল্যে খুশি নন ববির মা প্রকাশ কৌর। বরং, ছবি দেখে ছেলেকে বকেই দিলেন তিনি!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানান, ছবিতে তাঁর অভিনীত চরিত্রের একটি বিশেষ দৃশ্য নাকি একেবারেই পছন্দ হয়নি প্রকাশের। সেই দৃশ্যে ববি মারা যান। ববি বলেন, “আমার মা আমার মারা যাওয়ার দৃশ্যটা দেখতে পারেননি। আমাকে তিনি বলছেন, ‘এ রকম ছবি করিস না তুই, আমি দেখতে পারি না এই দৃশ্য’। আমি তখন মাকে বোঝালাম যে, আমি তো তাঁর সামনে দাঁড়িয়ে আছি। ছবিতে তো ওটা স্রেফ অভিনয়।”
ববি জানান, তার মা এমনিতে খুব খুশি হয়েছেন ছবিটা দেখে। তার কাজ দেখে যত লোকজন তাকে ফোন করছেন, সবার সঙ্গে কথা বলে মা আপ্লুত। তবে এখনও পর্যন্ত তার ছবি দেখে উঠতে পারেননি ববির বাবা বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং তার ভাই ‘গদর ২’ খ্যাত সানি দেওল।
ববি বলেন, “বাবা ও দাদা ছাড়া আমার পরিবারের সবাই ‘অ্যানিম্যাল’ দেখেছেন, আর সবাই খুব খুশি হয়েছেন আমার কাজ দেখে। আমি যে ভাল অভিনেতা, এই বিশ্বাস ছিলই। তবে ‘অ্যানিম্যাল’-এর পরে তাঁরা আরও আনন্দিত। আমার স্ত্রী ও সন্তানেরাও যে কী খুশি! ওদের চোখেমুখে আমার জন্য গর্ব দেখে আমি আরও খুশি হয়েছি।”
ববির অভিনয় নিয়ে প্রকাশের আপত্তি
ববির অভিনয় নিয়ে প্রকাশের আপত্তি কেন? এই প্রশ্নের উত্তরে ববি বলেন, “মায়ের মনে হয়েছিল, আমি যে চরিত্রে অভিনয় করেছি, তাতে আমি একটু বেশিই হিংস্র হয়ে গিয়েছিলাম। তিনি চান না, আমি এমন চরিত্রে অভিনয় করি যাতে আমি নিজেকে হারিয়ে ফেলি। তবে আমি মাকে বোঝালাম যে, আমি একজন অভিনেতা। আমার কাজ হল বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরা। আমি যে চরিত্রে অভিনয় করেছি, তাতে আমি কোনো অন্যায় করিনি। বরং, সেই চরিত্রের প্রয়োজন অনুসারে আমি অভিনয় করেছি।”