আইপিএস মনোজ শর্মার মতো ইনিও ‘টুয়েলভথ ফেল’, অনুপ্রেরণা যোগাবে বাংলার এই আইপিএস-এর কাহিনী
ভারতের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইংরেজিতে মাত্র ২১ পেয়ে উত্তীর্ণ হতে পারেননি উমেশ গণপত। পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সঙ্গে দুধ বিক্রি শুরু করেন। ভেবে নিয়েছিলেন, এটাই তাঁর ভবিতব্য। কিন্তু নিজের ইচ্ছের জোরে নিজেই জীবনের মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
মহারাষ্ট্রের মাহিরাভনি গ্রামের বাসিন্দা খন্ড বহালে উমেশ গণপত। মাত্র ১২ বছর বয়সে বাবা-মায়ের মৃত্যুর পর সংসারের দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। পড়াশোনায় মন বসাতে পারছিলেন না। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইংরেজিতে ২১ পেয়ে উত্তীর্ণ হতে পারেননি।
দুবছর দুধ বিক্রি করে চাষাবাদ করে জীবন চালাতেন উমেশ গণপত। কিন্তু মনের মধ্যে একটা আশা ছিল, একদিন তিনি পড়াশোনা চালিয়ে যাবেন। সেই আশায় তিনি আবার পড়াশোনা শুরু করেন।
ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি, কলেজ পেরিয়ে সোজা সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। কঠোর পরিশ্রমের ফলে তিনি ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইপিএস হিসেবে নিযুক্ত হন।