আগামীকাল থেকে শুরু হচ্ছে হাওড়া- এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস
TODAYS বাংলা: আগামীকাল থেকে শুরু হচ্ছে হাওড়া এন জেপী বন্দে ভারত এক্সপ্রেস।এই উপলক্ষে সাজতে শুরু করে দিয়েছে গোটা এনজেপী ষ্টেশন।নতুন করে সাজিয়ে তোলা হয়েছে প্ল্যাটফর্ম গুলিকে। এনজেপীকে রাতে একেবারেই আলাদা রুপ দিয়ে দিয়েছে রেল।জানা গেছে কাল হাওড়া থেকে বন্দেভারত এক্সপ্রেস কাল পৌঁছনোর সাথে সাথেই যাত্রীদের উপরে পুস্পবৃষ্টি করা হবে।এসে পৌছানোর পরেই যাত্রীদের দুপুরের খাবারের ব্যাবস্থা করেছে রেল। যাত্রীদের নিয়ে দুপুরের পরে একটা আলাদা রিসেপসনের ব্যাবস্থা করেছে রেল।

যাত্রীদের জন্য বাড়ি যাবার কিংবা হোটেলে পৌছে দেবারও ব্যাবস্থা করা হয়েছে রেলের তরফ থেকে। রেলের তরফ থেকে জানানো হয়েছে যাত্রীদের কাছ থেকে প্রথম দিনে টিকিটের মুল্যও কমিয়ে রাখা হবে।এছারাও প্রথমদিনে শুধুমাত্র বন্দে ভারতের যাত্রীরাই নয় রেলের প্ল্যাটফর্ম এ অপেক্ষায় থাকা সমস্ত যাত্রীদের জন্য খাবারের প্যাকেট দেওয়া হবে।এছারা একশো দুস্থ বাচ্চাদের শীতবস্ত্র বিতরন করবে রেল।জানা গেছে কাল এনজেপীতে উপস্থিত থাকবেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ রাজু বিস্তার এবং জন বার্লা।এছারাও বিজেপীর কিছু কর্মী এবং সমর্থক উপস্থিত থাকবেন।তবে ওই সময় বেশী মানুষকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে রেল।
Advertise