আপনি কি জানেন দীঘার পুরো নাম?
TODAYS বাংলা: দিঘা, পুরী, দার্জিলিং বাঙালির নস্ট্যালজিয়া। ছোট্ট ছুটিতে বেড়াতে যাওয়ার এমন জায়গা মেলা জুরি মেলা ভার। বাঙালিদের সবচেয়ে কাছের ডেস্টিনেশন আজও দিঘা। আশপাশে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, জুনপুট-সহ বেশ কিছু সি-বিচ ঘিরে জনপদ, হোটেল, রিসর্ট তৈরি হলেও নিয়ে দিঘার আকর্ষণ আজও এতটুকু কমেনি।এই দিঘা নাম এল কোথা থেকে? আসলে ‘দিঘা’ নামের নেপথ্যেও রয়েছে এক অজানা ইতিহাস। সেই সময়েই ওয়ারেন হেস্টিংসের চোখে পড়ে সমুদ্র সৈকত সংলগ্ন এই বীরকুল এলাকা। এলাকার আবহাওয়া তাঁকে মোহিত করেছিল। এরপর তিনি এলাকার নাম দেন ‘প্রাচ্যের ব্রাইটন’। কিন্তু তারপরে কী ভাবে এই বীরকুল ধীরে ধীরে দিঘা হয়ে উঠল?