December 10, 2023 | Sunday | 4:06 PM

আবারও বদলে যাবে ৫০০ টাকার নোট? কী পরিকল্পনা RBI-এর

0

TODAYS বাংলা: ভারত নোট বাতিলের সাক্ষী হয়েছিল ২০১৬ সালে। নোট বাতিলে অসুবিধায় পড়েছে অনেক সাধারণ মানুষ। তারপর কেটে গেছে ছয়টি বছর। এখন আবারও নোট বাতিলের কথা তুলেছে RBI। জানা গেছে, ৫০০ টাকার নোটে আনা হচ্ছে কিছু পরিবর্তন। যেহেতু সকলেই ৫০০ টাকার নোট ব্যবহার করে, তাই নোটের পরিবর্তন সম্পর্কে তথ্য সকলেরই জানা উচিত।

এই নোট বাতিলের জেরে প্রশ্ন তুলেছে বোম্বে হাইকোর্ট। প্রচলিত নোট ও কয়েন গুলিকে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের জন্য কী করে আরও সহায়ক করে তোলা যায়, সেই উপায় ভাবতে আদালতের তরফে বিশেষজ্ঞদের পরামর্শ দিতে বলা হয়েছে। মূলত নোটের কিছু পরিবর্তন আনা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। বিশেষজ্ঞদের পরামর্শের পরেই আনা হয় এই নোটের পরিবর্তন।

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া MANI APP আপডেট করেছে। আগে এই অ্যাপে শুধু বাংলা ও ইংরেজি ভাষা ছিল তবে এখন বর্তমানে উর্দু, বাংলা, অসমীয়া, পাঞ্জাবী,ওড়িয়া, তামিল, তেলুগু ভাষাও পাওয়া যায়। এছাড়াও এই অ্যাপ একদম বিনামুল্যের সুবিধা প্রদান করে। জানা গিয়েছে, এই অ্যাপ টি ২০২০ সালে লঞ্চ করা হয়েছে। সাধারণ ব্যাক্তিদের জন্য, যাতে নোট চিনতে অসুবিধা না হয় সেই কারণে তৈরি এই অ্যাপ। এর ফলে সাধারণ মানুষ অতি সহজেই নোট চিনতে পারবে। নোট হাতে নিয়ে অ্যাপ টি চালু করলে সে বলে দেবে সেটি কতো টাকার নোট। এর সুবিধায় নোট সনাক্ত আরও সক্ষম হয়ে উঠেছে।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *