আবার কোন বিপদের মুখে পড়তে চলেছে ইন্দিরা? দেখতে থাকুন বাংলা মিডিয়াম
স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো বাংলা মিডিয়াম। এই ধারাবাহিকের মাধ্যমেই দেখানো হচ্ছে বাংলায় পড়াশোনা করলে তারা কখনোই পিছিয়ে থাকে না। ইংরেজি মিডিয়ামের সঙ্গে সঙ্গে তারাও পাল্লা দিতে পারে।
এই ধারাবাইকে ইন্দিরা একজন গ্রামের মেয়ে বাংলা মিডিয়ামে পড়া। তা সত্ত্বেও কিভাবে শহরে এসে ইংরেজি স্কুলে সে বাংলা এবং ইংলিশ দুটোই রক্ত পড়াচ্ছে ছাত্র-ছাত্রীদের সেটাই তার একমাত্র চ্যালেঞ্জ।
আরশিয়ার বাবা আরশিয়াকে বেনারস পাঠিয়ে সেখানে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল নাবালিকা হওয়া সত্ত্বেও। কিন্তু ইন্ডিয়া এবং তার দেওরেরা ধরে ফেলেছে তাদেরকে। তখন ইন্দিরা তার বাবাকে জানায় সে যদি তার দায়িত্ব না নিতে পারে তাহলে আরশিয়ার দায়িত্ব ইন্দিরা নেবে।