আবার দীপা-সূর্যর জীবনে ফিরে এলো মিসকা!
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সূর্য ছোট্ট সোনা রুপাকে নিয়ে এমন জায়গায় চলে এসেছে। সেখানে কেউই যাতে খোঁজ না পায় ছোট সোনা রুপাকে সে স্কুলে ভর্তি করিয়েছে। সেখানে তারা চুল বান্দে পারছে না বলে সূর্য তাদেরকে সাহায্য করছে।
সূর্য তার কাজে গিয়েছে কিন্তু সোনা রুপা তখন বাড়িতে একা আর সেই সময় লোডশেডিং হয়েছে। তাই রুপা তোমাকে সাহায্য করছে খাবার তৈরি করার জন্য।তারপর দুজনেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে।
অবশেষে দীপা খুঁজে পেয়েছে সোনা ও রুপাকে। কিন্তু সেখানকার সিকিউরিটি গার্ড কিছুতেই দীপাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। দীপা তারপর জোর করে ঢুকে যায় সোনা রুপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দীপার এক্সিডেন্ট হয়েছে। তাকে হসপিটালে নিয়ে এসেছে কিন্তু তা সত্ত্বেও সূর্যের সাথে দেখা হয়েও হলো না।