আবার রামপ্রসাদের জীবনে ফিরে এলো রাজলক্ষ্মী! কী করবে এবার সর্বানি?
স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিক যেখানে উদ্ধার হয়ে গিয়েছে রামপ্রসাদের পুরো পরিবার আর রামপ্রসাদ এসে সর্বাণীকে জানালো সেই বয়স্ক মানুষগুলো কেউই জীবিত নয়। তারপরেই রামপ্রসাদের মা তাকে জানালো সে মায়ের মন্দিরে পুজো দিতে চাই কারণ তার বাবা জন্মে তার মা মানত করেছিল মায়ের কাছে।
রাজলক্ষ্মী ও তার বাবা নিজেরা এসেছে রামপ্রসাদের বাড়িতে রাজলক্ষ্মী বিবাহের খবর দিতে। রাজলক্ষ্মীর বাবা নিজে ৩০ টাকা রামপ্রসাদের হাতে তুলে দেয় এবং বলে সে যদি কলকাতায় যায় তাহলে তাকে পাশে পেয়ে তার বাবার অনেক কাজ ভালো মতন হয়ে যায়। প্রথমের রামপ্রসাদ রাজি না হওয়ায় তাকে বাড়ির লোক বোঝায় তারপর সে রাজি হয়।
রামপ্রসাদের পুরো পরিবার এসেছে কলকাতায় রাজলক্ষ্মীর বিয়ে উপলক্ষে। এখন রাজলক্ষ্মী সর্বাণী সঙ্গে যা ব্যবহার করেছে তার জন্য খুবই অনুতপ্ত। কিন্তু সর্বানি জানায় কাল তার বিয়ে তাই এখন এইসব কথা না বললেই নয়।