আমার জীবন নবনীতা কেন্দ্রিক নয়, সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দিলেন জীতু কমল!
গত পাঁচ মাসে জীতু কমলের ফেসবুক পোস্ট নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। অনেকেই মনে করেছেন যে এই পোস্টগুলো তার স্ত্রী নবনীতা দাসের উদ্দেশ্যে। কিন্তু অভিনেতা নিজেই সেই ধারণা ভুল প্রমাণ করলেন।
মঙ্গলবার জীতু কমল ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি একটি উক্তি শেয়ার করেন, যাতে বলা হয়েছে, “তোমাকে ভুলে যাওয়ার জন্য আমি এত দূরে পালাতে চাই যেখানে রাবণের মতো বিংশতি শ্রবণ পেলেও তোমার কথা আমাকে শুনতে হবে না।” পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, “উক্তিটি কার উদ্দেশ্যে, কে বলেছিলেন? কেন বলেছিলেন জানলেও বলুন দেখি…।”
এরপর তিনি কমেন্ট বক্সে একটি মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, “দয়া করে পার্সোনাল জায়গায় না গিয়ে, একটু চর্চা আদান-প্রদান করি। গত ৫ মাসের কোনো পোস্টই নবনীতা কেন্দ্রিক নয়। ওটা আপনাদের আর কিছু ডিজিটাল চ্যানলের ভ্রান্ত ধারণা।” জিতু কমলের এই পোস্টের পর অনেকেই তাকে সমর্থন জানান। তারা বলেন যে অভিনেতার ব্যক্তিগত জীবনে কী হচ্ছে তা নিয়ে এত আলোচনা করা উচিত নয়।