আমেরিকায় সংসার নিয়ে সুখেই আছেন, অভিনয়ে ফেরার ইচ্ছে নেই! জানালেন রুশা চট্টোপাধ্যায়
২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করে আমেরিকা পাড়ি জমান অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। সেখানেই তিনি তার নতুন সংসার পাতেন। গত দু’মাস আগে কলকাতায় এসেছেন তিনি। বিয়ের পর এই প্রথম দেশে ফিরেছেন তিনি।
কলকাতায় থাকাকালীন রুশার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার নতুন ছবি দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার প্রথম ঘুরতে যাওয়া।”
১৩ বছরের অভিনয় জীবন ছেড়ে সংসারেই মন দিয়েছেন রুশা। সাংসারিক জীবনও পরতে পরতে উপভোগ করছেন তিনি। দেশে ফিরে তিনি বলেছেন, “কলকাতায় নিজের বাড়িতে আসার আনন্দ তো আলাদাই। খুবই ভাল নোটে আমার পেশাকে বিদায় জানিয়েছি আমি। এত দিন যে যে চরিত্রে আমি অভিনয় করেছি, প্রতিটি চরিত্র মনে পড়ে আমার।
কিন্তু সেটা আমার জীবনের একটা অধ্যায় ছিল। জীবনের এই অধ্যায়ও আমি খুব খুশি। এ ভাবেই এগিয়ে যেতে চাই।”