আসছে ব্যারাকপুর! ঘোষণার দিনে হাজির একাধিক নেতা থেকে অভিনেতা
রাজনৈতিক ব্যক্তিত্বদের সিনেমা ও টেলিভিশনে দেখা যাওয়া নতুন কিছু নয়। এবার বারাকপুরের রাজনৈতিক ইতিহাসকে কেন্দ্র করে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। এই সিরিজে অভিনয় করছেন অভিনেতা সোহেল দত্ত। পরিচালনা করছেন সৌভিক।
সিরিজের গবেষণার কাজে সাহায্য করছেন তৃণমূল সাংসদ অর্জুন সিং। তিনি জানান, এই সিরিজ বারাকপুরের রাজনৈতিক ইতিহাসের নানা দিক তুলে ধরবে। এটি একটি রগরগে গল্প, যেখানে থাকবে প্রতিদ্বন্দ্বিতা, ষড়যন্ত্র, প্রেম, ঘৃণা ইত্যাদি।
সিরিজের লুক প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে অর্জুন সিং, মদন মিত্র, নুসরত জাহান, বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়রা উপস্থিত ছিলেন।
এই সিরিজ কতটা সাফল্য পায়, তা এখনই বলা মুশকিল। তবে রাজনৈতিক উত্তাপে বারাকপুর ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের অন্ত নেই।