ইডির কাছে সময় চাইলেন রনবীর! সিনেমা মুক্তির আগে বড় বিপদে অভিনেতা
মহাদেব অনলাইন গেমিং অ্যাপের গড়াপেটা কাণ্ডে অভিনেতা রণবীর কপূরকে তলব করেছে ইডি। আগামী ৬ অক্টোবর ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রণবীরকে। কিন্তু রণবীর দু’সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন।
ইডির তদন্ত অনুযায়ী, মহাদেব অনলাইন গেমিং অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকরের বিয়েতে প্রায় ২০০ কোটি টাকা খরচ হয়েছিল। এই বিয়ের প্রচারণা করেছিলেন বলিউডের একাধিক তারকা। ইডির সন্দেহ, এই বিয়ের খরচের টাকা গড়াপেটার মাধ্যমে আদায় করা হয়েছিল।
রণবীর ছাড়াও ইডির নজরে রয়েছেন অন্তত ১৫-২০ জন বলিউড তারকা। তাঁরা সবাই মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছিলেন। ইডি তাঁদের কাছ থেকে জানতে চায়, তাঁরা কি এই অ্যাপের গড়াপেটা সম্পর্কে জানতেন?ইডির তলব মানেই যে রণবীর বা অন্য কোনও তারকা এই গড়াপেটার সঙ্গে যুক্ত, তা নয়। তবে তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।