September 17, 2024 | Tuesday | 5:02 AM

ইতিহাস গড়ে দিল জওয়ান! কলকাতায় প্রথম শো ভোর পাঁচটায়, ভারতে প্রথম জওয়ান দেখার সুযোগ পাবে কলকাতাবাসী

0

হাতে রয়েছে মাত্র তিন দিন। পাঠানোর পর আবারও বড় পর্দায় কাঁপাতে আসছে শাহরুখ খান। দশকের উন্মাদনা তুঙ্গে ছবিকে ঘিরে। সারা দেশজুড়ে শুক্রবার অগ্রিম টিকিট বুকিং হয়ে গিয়েছে। পাঠানের নিরিখে উপরে উঠেছে।

সারাদেশে মাল্টিপ্লেক্স গুলির মধ্যে রীতিমত প্রতিযোগিতা লেগে গেছে কে আগে ছবিটা আনতে পারে। রবিবার পর্যন্ত জানা গিয়েছিল প্রথম ভোর ছটায় পর আসতে চলেছে। সোমবার নিউ টাউনের মাল্টিপ্লেক্সে ভোর পাঁচটায় আসতে চলেছে একটা শো। এখনো পর্যন্ত এই রাজ্যে ভোর পাঁচটার আগে কখনো চালু করা হয়নি।

জওয়ান ছবির পরিবেশনার দায়িত্বে রয়েছে এসবিএফ সংস্থা। সারাদেশে ৬২টি মাল্টিপ্লেক্সে এই ছবি আনা হয়েছে। কিন্তু টিকিট বিক্রি হওয়ার নিরিখে কলকাতার সবচেয়ে এগিয়ে প্রথম দিনের শো তে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *