ইন্ডিয়া জিতলেই রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা হয়ে যাবে! অভিষেকের ঘোষণায় ক্ষুব্ধ কংগ্রেস-সিপিএম
অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার মুম্বাইতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সদ্য গঠিত সমন্বয় কমিটির সদস্য হয়েছেন। আর তারপরেই তিনি এক বড় সড়ক ঘোষণা করেছেন। অভিষেক জানিয়েছেন ২০২৪-এ বিজেপি জিতলে গ্যাসের দাম ৩০০০ টাকা হবে আর যদি বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া যেতে তাহলে গ্যাসের দাম 500 টাকা হবে।
অভিষেকের এমন ঘোষণায় রীতিমত বিরক্তি প্রকাশ করেছেন সিপিএম কংগ্রেসরা। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া যেহেতু সমন্বয়ে গঠিত তাই সকলের মতামত খুব জরুরী নইলে ক্ষুন্ন হতে পারে। এর কারণ ইন্ডিয়া জোটের যদি কেউ মুরগি মাফিক ঘোষণা করতে থাকেন তাহলে লাভ হবে উল্টে বিজেপির নরেন্দ্র মোদির।
মুম্বাইয়ে জোটের পর বিজেপি বিরোধী দল ইন্ডিয়া যত দ্রুত সম্ভব বিজেপির বিরুদ্ধে প্রার্থী বাছাই করে সমঝোতা শুরু হবে। দ্বিতীয়ত ১৪ প্রচার সমন্বয়ে যৌথ প্রচার তৃতীয়ত জুরেগা ভারত জুড়েগা ইন্ডিয়া এই স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে পুরো ইন্ডিয়াকে।