December 10, 2023 | Sunday | 3:26 PM

ইন্ডিয়া ফ্রন্টের পরের বৈঠক কবে এবং কোথায়? ইঙ্গিত দিলেন সুপ্রিয়া সুলে

0

ইন্ডিয়া এবারে কোথায় বসতে চলেছে? মুম্বাই বৈঠকের পর এবারে আবারো এই একই প্রশ্ন উঠেছে। শুক্রবার মুম্বাইয়ে বৈঠকের পর জবাব পাওয়া গেল শরৎকন্যা এন সি পি নেত্রী সুপ্রিয়া সুল এর কাছে। তিনি জানিয়েছেন পরের বৈঠক দিল্লিতে হতে পারে তবে দিনক্ষণ নিয়ে এখনো তিনি মুখ খুলতে চান।

তারিখ সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যখনই জনগণ চাইবে তখন তারা তারিখ ঠিক করে বৈঠক করবেন। ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল বিহারের রাজধানী পাটনায় এবং দ্বিতীয় বৈঠক হয়েছিল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। যে রাজ্যে কংগ্রেস সদ্য ক্ষমতায় এসেছে সেখানে জোটের নাম স্থির করা হয়। মুম্বাইতে আটাশটি দলের ৬৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

সুপ্রিয়ার কথা বললে পরবর্তী বৈঠক হওয়ার কথা দিল্লিতে। মুম্বাইতে তিনটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে আদিত্য ঠাকরের তরফ থেকে। প্রথমত যত দ্রুত সম্ভব প্রত্যেকটা রাজ্যে বিজেপি বিরোধী প্রার্থী বাছাই করতে হবে। দ্বিতীয়ত ১৪ জন সদস্যের মাধ্যমে প্রচারমূলক কাজ সারতে হবে এবং তৃতীয়ত জুরেগা ভারত জুড়েগা ইন্ডিয়া স্লোগানের মাধ্যমে প্রচার জনগণের কাছে করতে হবে।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *