উষসীকে পেত্নী লুকে দেখে হতবাক দর্শকরা! তার নতুন অবতার দেখতে মুখিয়ে আছেন দর্শক
রাতের অন্ধকারে আগুনের মতো দুটো চোখ জ্বলছে। এক পলকে দেখলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এমনই ভয়ংকর গল্প নিয়ে আসছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। নভেম্বরেই আড্ডাটাইমসে দেখা যাবে ওয়েব সিরিজ ‘পেত্নি’।
‘পেত্নি’ একটি অশরীরী লৌকিক গল্প। কাহিনির কেন্দ্রবিন্দুতে চার বন্ধু রাকা, নীলেশ, জুঁই আর শোভন। চারজন মিলে ঠিক করে মাঝেরাতে লং ড্রাইভে বের হবে। অন্ধকারের বুকে গাড়ি চলতে থাকে। কিন্তু মজার এই সফরই দুঃস্বপ্নে পরিণত হয়।
আচমকা দুর্ঘটনার কবলে পড়ে চার বন্ধুর গাড়ি। রাকা নিখোঁজ হয়ে যায়। ফিরেও আসে। কিন্তু এই রাকা তো আর সেই রাকা নেই। তার অন্দরে যেন অন্য কারও বাস। কে সে? ১৭ নভেম্বর থেকে আড্ডাটাইমসে দেখতে হবে ‘পেত্নি’। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঊষসী রায়, জাসমিন রায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শুভ্রজিৎ দত্ত, অনিন্দিতা রায়চৌধুরি।