এই বছরই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত ও কৌশাম্বি? জল্পনা তুঙ্গে!
টলিপাড়ায় বিয়ের ধুম। কয়েকদিন আগেই বিয়ে করলেন সৌরভ দাস-দর্শনা বণিক, পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে, এই বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী।
আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তবে দুজনেই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে টেলিপাড়ায় খবর, এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত ও কৌশাম্বি।
আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী দুজনেই জনপ্রিয় টেলিভিশন অভিনেতা-অভিনেত্রী। আদৃত রায় ‘মিঠাই’ সিরিয়ালের ‘উচ্ছেবাবু’ হিসেবে রাতারাতি বাংলার হার্টথ্রব হয়ে ওঠেন। অন্যদিকে, কৌশাম্বি চক্রবর্তী ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন। এই সিরিয়ালে কাজ করার সময়ই তাদের প্রেমের সূচনা হয় বলে জানা যায়।
আদৃত রায়ের প্রথম বিয়ে ঠিক হলেও ছাদনাতলা অবধি গড়ায়নি। তবে কৌশাম্বির সঙ্গে খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা।