September 17, 2024 | Tuesday | 5:18 AM

এই বছরই বিয়ে করতে চান টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর রুদ্রনীল!

0

টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ অবশেষে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি ২০২৪ সালে বিয়ে করবেন বলে ঘোষণা করেছেন।

রুদ্রনীল ঘোষের বয়স এখন ৫১ বছর। তিনি বেশ কয়েক বছর ধরে একা রয়েছেন। তার বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি বিয়ে করেছেন। পরমব্রতর বিয়েতে গিয়ে রুদ্রনীলেরও বিয়ের সাধ জেগেছে।

এক সংবাদমাধ্যমকে রুদ্রনীল বলেছেন, “পরমটাও বিয়ে করে নিল। আমি, পরম, রাজ, কাঞ্চন একটা টিম ছিলাম। রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে। আমি আর পরম একটা জুটি ছিলাম। পরমও বিয়েটা করে নিল এখন আমি দলছুট। তাই এবার বিয়েটা করেই ফেলব। ২০২৪ সালেই বিয়েটা করব।”

রুদ্রনীল এখনও পর্যন্ত তার হবু স্ত্রীর নাম বা পরিচয় প্রকাশ করেননি। তিনি বলেছেন, “পাত্রী এখনও ঠিক হয়নি। পাত্রীর খোঁজ চলছে এখন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *