এই বছরেই কি হাজার কোটির হ্যাটট্রিক মারবেন শাহরুখ? ডানকির টিজার বেরোতেই উচ্ছ্বাস অনুরাগীদের
বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর নতুন ছবির অপেক্ষায় ছিল ভক্তরা। বৃহস্পতিবার, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘ডাঙ্কি’র টিজ়ার।
টিজ়ারে দেখা যায়, শাহরুখ খান একজন পঞ্জাবি যুবকের চরিত্রে অভিনয় করছেন। তাঁর নাম হার্ডি। হার্ডি লন্ডনে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তাঁর টাকা নেই। তাই তিনি অবৈধভাবে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন। টিজ়ারে শাহরুখ খানের সঙ্গে তাপসী পন্নু, ভিকি কৌশল এবং বোমান ইরানির উপস্থিতি দেখা যায়।
টিজ়ার দেখে মনে হচ্ছে, ‘ডাঙ্কি’ একটি কমেডি ছবি হতে চলেছে। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের বড়দিনে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ছবিটি সরাসরি সংঘর্ষের মুখে পড়বে বহু প্রতীক্ষিত দক্ষিণী ছবি সালারের সঙ্গে।