December 11, 2023 | Monday | 2:34 AM

এই শেষ, আর কখনো নয়! কী নিয়ে আফসোস শাহরুখের?

0

দর্শকদের ইতিমধ্যেই জওয়ান নিয়ে প্রত্যাশা চরেছে। মাঝে মাত্র আর একটা সপ্তাহ তারপরেই আসতে চলেছে জওয়ান। ১০ই জুলাই প্রিভিউ আসার পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া জাগিয়ে দিয়েছিল। জওয়ানি একাধিক লুক এ দেখা গিয়েছিল শাহরুখকে। এর মধ্যে বেশ কিছু লুক তাকে এর আগে কখনো দেখা যায়নি।

তবে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস থাকলেও জোবানের পরে শাহরুখ প্রতিজ্ঞা করলেন এরপর আর কখনো তিনি এই কাজ করবেন না। ৩১শে আগস্ট দুবাইয়ের সব থেকে বড় বাড়িতে শাহরুখের জওয়ানের অ্যারাবিক গান প্রকাশিত হলো।

তাকে এই দিন দেখা গেল কালো টিশার্ট চোখে রোদ চশমা পরা। গান শুরু হতেই তিনি সেই গানের তালে নাচলেন। তখনো তিনি জানালেন এই জওয়ানের জন্য তিনি ন্যাড়া হয়েছেন এটাই তার প্রথমবার নেড়া হওয়া আর শেষ। তিনি আশা রাখছেন তার সম্মান সকল দর্শকেরা রাখবেন। সবাই এই বইটা দেখতে যাবেন।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *