একঝাঁক তারকা নিয়ে এবার নতুন ডিটেকটিভ গল্প,
TODAYS বাংলা: এবারে একঝাঁক তারকা নিয়ে নতুন ওয়েবসিরিজ আসছে “অবনী সেন এর ৭নং কেস”। ইতিমধ্যে কলকাতা শহরে শুটিং শেষ হয়েছে।
ওয়েব সিরিজ এর মুখ্য চরিত্রে দেখা যাবে দেবপ্রিয় মুখোপাধ্যায়,যুধাজিৎ সরকার, বিবৃতি চ্যাটার্জি, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌসিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্ত।
ছবির পরিচালক নীল নওয়াজ বলেছেন -“অবনী সেন এর ৭নং কেস যতটা না গোয়েন্দা গল্প, তার থেকে অনেক বেশি গোয়েন্দার গল্প!
রেডিমেড হিরোইক গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার নাহয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার যাত্রা টা দেখি! “
পূর্বসূরি দের লেগাসি বজায় রাখতে গিয়ে হোচট খাওয়া টা কোনো নতুন কথা নয়। অন্তত আমাদের মধ্যবিত্ত সমাজে।
৯০এর দশকের তাবর গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেন। ছিচকে চোর থেকে দুঁদে হত্যাকারী, কেও ই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জন এর তদন্ত কে। কিন্তু এই গল্পে দক্ষিণারঞ্জন এর নয়। এটা অবনীর গল্প। অবনী সেন।
দক্ষিণারঞ্জন এর সুপুত্র কখনোই তার যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার থাম্মার কাছে দক্ষিণারঞ্জন এর রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হবার ভূত জাঁকিয়ে বসে। বাবার নাম ভাঙিয়ে ৬ টা কেস ও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনো কেস টাই সে সলভ করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। এখন তাকে সবাই গোয়েন্দা নয়, গোয়েন্দা নামে বেশি ডাকে। এই সিরিজ এর প্রথম সিজন শুরু হয় এখানেই।
অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে “অবনী সেনের ৭ নং কেস” এ। সিরিজ টির নির্মাণে লেখক পরিচালক নীল নওয়াজ এর সাথে ক্রিয়েটার টিম এর দায়িত্বে আছেন অ্যাসোসিয়েট ডিরেক্টর আহেরি মুখার্জি এবং সিনেমাটোগ্রাফার সাগ্নিক। শীঘ্রই সিরিজ এর পোস্টার এবং রিলিজ ডেট সামনে আসবে বলে জানান নির্মাতা দের টীম। ওয়েবসিরিজটি মুক্তি পাবে “শ্যাল্পিকা এন্টারটেনমেন্ট” এর ব্যানারে।