একটি চোখ ঘোলাটে, কপালে কাটা দাগ, হাতে পিস্তল! দক্ষিণী ছবিতে মূল ভিলেনের ভূমিকায় যীশু, দেখুন পোস্টার
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এবার দক্ষিণী ছবিতে নতুন অবতারে হাজির হচ্ছেন। তেলুগু সুপারস্টার রবি তেজার ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’-এ পুলিশ অফিসার সিআই মৌলির চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছবিতে যিশুর চরিত্রের লুক বেশ দুর্ধর্ষ। ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, পুলিশের উর্দি, হাতে বন্দুক। এই লুক দেখে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
‘টাইগার নাগেশ্বর রাও’ একটি অ্যাকশন-থ্রিলার ছবি। পরিচালনা করেছেন ভামসি। ছবিতে রবি তেজার বিপরীতে অভিনয় করছেন নূপুর স্যানন। এছাড়াও অভিনয় করছেন অনুপম খের, রেণু দেশাই, মুরলী শর্মা প্রমুখ।
গত বছর যিশুর মোট পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে দুটি বাংলা সিনেমা আর তিনটি তেলুগু ছবি। চলতি বছরেও তিনি বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয় করছেন।
বাংলা ছাড়াও যিশু সেনগুপ্ত হিন্দি, মালয়ালম, কন্নড়, তামিল ইত্যাদি ভাষার ছবিতেও অভিনয় করেছেন। তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন।