September 20, 2024 | Friday | 1:51 PM

‘এক দেশ এক ভোট’ কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান করলেন অধীর চৌধুরী! খড়গে নেই কেন কমিটিতে? প্রশ্ন অধীরের

0

কংগ্রেসের লোকসভার নেতা তথা বহরমপুরে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এক দেশ এক ভোট নীতি রুপায়নের কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান করলেন। এই কমিটি তৈরি হয়েছিল দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে। সেই কমিটিতে আরও ৬ জন সদস্যের সঙ্গে অধীরকেও রাখা হয়েছিল। কিন্তু যে প্রক্রিয়ায় মল্লিক অর্জন কঙ্গে কে সরিয়ে অধীর কে সভাপতি করা হয়েছিল তাতে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

সেই কারণে কেন্দ্রীয় সরকার অমিত শাহ কে চিঠি পাঠিয়ে ওদের এই পদ প্রত্যাখ্যান করলেন। অধীর চিঠিতে লিখেছেন,” সংবাদ মাধ্যম এবং গেজেট বিজ্ঞপ্তি থেকে জানালাম, আমাকে লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করানো প্রক্রিয়া নিয়ে ভাবনা চিন্তা করবে এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করা হয়েছে।” তিনি আমন্ত্রণ গ্রহণ করবেন না এই কমিটির সদস্যর।

কেন্দ্র আগেই জানিয়েছিল এই কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়া আরো সাত জন সদস্য নিয়ে কমিটি গঠিত হবে। সেই কমিটিতে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও অধীর রঞ্জন চৌধুরী থাকার কথা ছিল। কিন্তু ওদের নিজেকে সরিয়ে নেওয়ায় এখন ভবিষ্যতে প্রশ্ন উঠছে এই কমিটির কী হবে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *