November 8, 2024 | Friday | 12:42 AM

এবছর সেরার সেরা কোন দশটি পুজো? রইল আমাদের তালিকা, আপনি এর মধ্যে কটি দেখেছেন জানান কমেন্টে

0

প্যান্ডেল হপিংয়ে বেরনোর আগে এক নজরে দেখে নিন কলকাতার সেরা ১০ পুজো কোনগুলি

শ্রীভূমি স্পোর্টিং
লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রতি বছরই নতুনত্বে ভরপুর। এবারের পুজোর থিম ডিজনিল্যান্ড। দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো বলে বিখ্যাত এই পুজো।

সন্তোষ মিত্র স্কোয়ার
অযোধ্যার রামমন্দির তৈরির আগেই কলকাতায় সম্পূর্ণ রামমন্দির। লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন হয়েছে রামমন্দিরের রেপ্লিকা।

সুরুচি সংঘ
দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজো প্রতি বছরই দর্শকদের মুগ্ধ করে। এবারের পুজোর থিম, ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’।

হরিদেবপুর ৪১ পল্লী
প্রতিবছরই অভিনব থিমে চমক লাগায় হরিদেবপুর ৪১ পল্লীর পুজো। এবারের পুজোর থিম অবগাহন।

চেতলা অগ্রণী
দক্ষিণের চেতলা অগ্রণী পুজো প্রতি বছরই দর্শকদের ভিড় টানে। এবারের পুজোর থিম- যে যেখানে দাঁড়িয়ে।

কুমারটুলি সর্বজনীন
উত্তর কলকাতার কুমারটুলি সর্বজনীন পুজো প্রতি বছরই দর্শকদের মুগ্ধ করে। এবারের পুজোর থিম হস্তশিল্পীদের সঙ্গে যন্ত্র শিল্পীদের লড়াই।

টালা পার্ক প্রত্যয়
টালা পার্ক প্রত্যয় পুজো প্রতি বছরই দর্শকদের নতুন কিছু দেখায়। এবারের পুজোর থিম কহন দ্য ন্যারেশন।

হরিদেবপুর অজেয় সংহতি
দক্ষিণ কলকাতার হরিদেবপুর অজেয় সংহতি পুজো এবারে ইচ্ছে ডানা থিমে সাজানো হয়েছে।

বোসপুকুর শীতলা মন্দির
কসবার বোসপুকুর শীতলা মন্দির পুজো প্রতি বছরই দর্শকদের চমকে দেয়। এবারের পুজোর থিম লোহার চেয়ার দিয়ে তৈরি মণ্ডপ।

চোরবাগান সর্বজনীন
চোরবাগান সর্বজনীন পুজো এবারে অনুভূতি থিমে সাজানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *