এবার জগদ্ধাত্রীর জেরার মুখে পড়ল উৎসব! সব সত্যি কথা স্বীকার করবে কি সে?
জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।স্বয়ম্ভুর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে বাড়ির। তাকে দিয়ে সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে চাইছে। স্বয়ম্ভুর সই করতে যাবে ঠিক এই সময় রাজনাথ এসে স্বয়ম্ভুর হাত চেপে ধরে। কৌশিকী স্পষ্ট জানিয়ে দিল সকলকে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে এইভাবে সরানো যাবে না তারাও যথেষ্ট সম্মান প্রাপ্ত।
জগদ্ধাত্রী ও স্বয়ম্বর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে মেহেন্দি। জগদ্ধাত্রী আলমারিতে কিছু কার্ড রেখে দিয়েছিল মেহেন্দি আর সেই দেখেই সন্দেহ করেছে স্বয়ম্ভু। কৌশিকিও তার কাকি মনিকে জানিয়ে দিল সে শুধুমাত্র একজনের জন্যই অফিসে থেকে সরতে পারি আর সেটা হল জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী এবং তার পুরো টিম যখন কার্তিককে দিয়ে সত্যি কথা বলানোর চেষ্টা করছে ঠিক সেই সময় তার মা এবং বাড়ির লোক ফোন করে যেন সত্যি কথা না বলে এমন দিব্যি দিচ্ছে। এইসবের পিছনে রয়েছে বাগচি বাবু। জগদ্ধাত্রী কি পারবে কার্তিক কে দিয়ে সত্যি কথা বলাতে?