এবার জোড়া স্বপ্ন দেখছেন পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগেছিয়া গ্রামের মেয়ে সাথী মণ্ডল
জাতীয় গেমসে জোড়া পদক। এবার জোড়া স্বপ্ন দেখছেন পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগেছিয়া গ্রামের মেয়ে সাথী মণ্ডল। নিজের কেরিয়ার দরকার, পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদও দরকার। কারণ, বাবা টোটো চালিয়ে আর মা হাসপাতালে আয়ার কাজ করেও কখনও তাঁর স্বপ্ন কেড়ে নেননি। হ্যাঁ, ঠিকই, সেরা প্রশিক্ষকের ট্রেনিং বা বিদেশে লড়াইয়ে যাওয়ার সুযোগ কোনওটাই অভাবে হয়ে ওঠেনি সাথীর। যেটুকু করেছেন নিজের চর্চায় আর ত্রিবেণীর যোগা প্রশিক্ষকের চেষ্টায়। উত্তরাখণ্ডে প্রথমবার জাতীয় গেমসে যোগাসনে নেমেছিলেন হুগলী কলেজের তৃতীয় বর্ষর ছাত্রী সাথী মণ্ডল। ট্র্যাডিশনাল যোগাসনে রুপো আর রিদিমিক পেয়ারে সোনা জেতেন। বাবা শ্যামল মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই ঘোষণা করেছেন জাতীয় স্তরে খেলাধুলোয় যারা স্বর্ণপদক পাবে তাদের ৩ লক্ষ টাকা ও একটি চাকরি দেওয়া হবে। আমরা এখন সেই আশাতেই রয়েছি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন আমার একমাত্র মেয়ে যদি একটি চাকরি পায় তাহলে আমাদের দুঃখের দিন কিছুটা হলেও ঘুচবে। সাথী যে ২০২৬ সালে জাপানে আয়োজিত এশিয়ান গেমসেও পদক আনার স্বপ্ন দেখছে।