এবার মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের বড় উপহার ঘোষণা করলো
TODAYS বাংলা: এবারে বিশেষ বার্তা দিলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন আর কম মেট্রো নিয়ে অভিযোগের দিন শেষ হতে চলেছে কারণ এক ধাক্কায় আগস্ট মাস থেকে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ আর যার জেরে উপকৃত হবেন প্রায় হাজার হাজার মানুষ। কিছুদিন আগেই নিউ গড়িয়া থেকে রুবি লাইনে অরেঞ্জ লাইন তৈরি করা হয়েছিল। আর এই লাইনে কলকাতা মেট্রো রেল আরো ট্রেন বারানোর সিদ্ধান্ত নেয়। জানা যায় সোম থেকে শুক্র এর মধ্যে সপ্তাহে পাঁচ দিন ৪৮ টি ট্রেন চলাচল করে, তবে আগামী দিনে মেট্রো সংখ্যা বাড়িয়ে সেটাকে ৭৪ করা হবে। অর্থাৎ ডাউনলাইনে 37 জোড়া ট্রেন কুড়ি মিনিটের ব্যবধানে চলাচল করবে। বর্তমানে অরেঞ্জ লাইনে সোম থেকে শুক্র পর্যন্ত ডাউন সেকশনে ২৪ জোড়া ট্রেন চালানো হচ্ছে তবে আগামী দিনে শনিবারও সেই পরিষেবা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।