December 9, 2024 | Monday | 4:41 PM

এবার শাহরুখকে দেখা যাবে ধুম ৪-এ! নতুন বছরের শুরুতেই হবে ঘোষণা

0

বলিউডের বাদশা শাহরুখ খান ২০২৩ সালে তিনটি ছবি দিয়ে দারুণ সাফল্য পেয়েছেন। বছরের শুরুতে ব্লকবাস্টার ‘পাঠান’, তারপর বছরের মাঝে এসে ‘জওয়ান’ এবং বছরের শেষে সুপারহিট ‘ডাঙ্কি’। এই তিনটি ছবির সাফল্যের পর শাহরুখের নতুন ছবি নিয়ে উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে।

বলিউড সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের নতুন ছবি হতে চলেছে জনপ্রিয় সিরিজ ‘ধুম’-এর চতুর্থ কিস্তি। এই ছবিটি পরিচালনা করবেন আদিত্য চোপড়া। চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং তা পড়ে ফেলেছেন কিং খান। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই এই ছবির ঘোষণা করা হবে।

‘ধুম’ সিরিজের প্রথম তিনটি ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন, অজয় দেবগন, উদয় চোপড়া এবং জ্যাকলিন ফার্নান্দেজ। ‘ধুম ৪’-এ শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত খবর জানা যায়নি।

শাহরুখ খান এবং আদিত্য চোপড়া এর আগে একসাথে ‘ওম শান্তি ওম’, ‘পাটাখানা’ এবং ‘জওয়ান’ ছবিতে কাজ করেছেন। এই ছবিগুলো সবই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তাই ‘ধুম ৪’-এর ক্ষেত্রেও দর্শকদের প্রত্যাশা অনেক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *