ঐক্য সমিতি দুর্গা পূজা কমিটি- এর এবারের থিম ‘পুতুলের মেলা’
TODAYS বাংলা: ঐক্য সমিতি দুর্গা পূজা কমিটি এবারে ৭৫ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সাবেকিয়ানা”। তবে এবারে তাদের থিম হল ‘পুতুলের মেলা ‘। তাদের এই থিমের ভাবনার কারণ সৃষ্টির গ্রামবাংলার একটা প্রাচীন লোকশিল্প এবং সংস্কৃতি হলো এই পুতুলের মেলা যেটা শহরাঞ্চলে খুব কমই চোখে পড়ে, সেই দিকটাই তুলে ধরতে চলেছেন তারা। ১৫ সেপ্টেম্বর থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় কৌশানি ইলেকট্রিক, শিল্পী কানাইলাল পাল।