কবে ওটিটিতে আসছে জওয়ান? জানিয়ে দিলেন খোদ শাহরুখ খান
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। সিনেমা হলে মুক্তির পর এবার OTT-তে আসছে ছবিটি। ২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনেই নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।
ছবির স্বত্ত্ব ২৫০ কোটি টাকায় কিনে নিয়েছে নেটফ্লিক্স। সূত্রের খবর, সিনেমা হলের থেকে আরও বেশি কিছু দেখা যাবে ছবিতে। সিনেমা থেকে বাদ যাওয়া কুড়ি মিনিট যুক্ত করেই OTT-তে রিলিজ করা হচ্ছে ছবিটি।
‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নায়িকা নয়নতারা। এই ছবিতে মুখ্য ভিলেনের ভূমিকায় ছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন, সান্যা মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার-সহ অনেককে ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার।