কবে মুক্তি পাচ্ছে বাঘাযতীনের ট্রেলার? সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন দেব
বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপূজার সময় এবার বড়পর্দায় আসছে দেবের নতুন ছবি, বাঘা যতীন। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করে ছবির শুটিং শেষ হওয়ার খবর জানান দেব।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মুখ দাড়ি, মাথায় পাগড়ি পরে দেব বাঘা যতীনের চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান, ছবির ট্রেলার ৯ অক্টোবর এবং ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পাবে।
দেব বলেন, “আমাদের বাঘা যতীনের শ্যুটিং শেষ হল। আমাদের ট্রেলার মুক্তি পাবে ৯ তারিখ আর ছবিটি মুক্তি পাবে ১৯ তারিখ। এই ছবিটার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের সেরাটা দিয়ে খেটেছে। ছবিটা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করি আমি। আশা করি ভাল লাগবে আপনাদের সবার। সঙ্গে থাকবেন।”
দেবের এই ভিডিও দেখে দর্শকদের মধ্যে উৎসাহ আরও বেড়ে গেছে। অনেকেই ছবির ট্রেলার এবং মুক্তির অপেক্ষায় রয়েছেন।