কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ৯৩ নম্বর ওয়ার্ডে বসল নতুন আলোকসজ্জা! আরও সুন্দর হয়ে উঠলো সাউথ সিটি চত্বর
কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে গতকাল নতুন আলোকসজ্জা চালু হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস, রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমার-সহ তৃণমূলের একাধিক বরিষ্ঠ নেতা। বিধায়ক শ্রী দেবাশীষ কুমারের হাত দিয়ে উদ্বোধন করা হয় আলোকসজ্জাটি। এই আলোকসজ্জা ৯৩ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য এক নতুন উপহার। এই উদ্যোগের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
নতুন আলোকসজ্জায় সাউথ সিটি মল চত্বর এখন আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে। উজ্জ্বল নিয়ন আলোতে লেখা রয়েছে ‘আমার ভালোবাসার ওয়ার্ড ৯৩’। এই উদ্যোগের জন্য কাউন্সিলর মৌসুমী দাস ও বিধায়ক দেবাশীষ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
মৌসুমী দাস ৯৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। স্থানীয় মানুষের কাজকর্মে তিনি সবসময় সক্রিয় থাকেন। কয়েকদিন আগে রাত্রিবেলা আড়াইটার সময় নিজে দাঁড়িয়ে থেকে লর্ড বেকারির সামনের রাস্তা ঠিক করিয়েছেন তিনি। কয়েকদিন আগে তাকে নিজের এলাকায় ল্যাম্পপোস্টের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তার তদারকি দেখা গিয়েছে। এমন কর্মঠ একজন জনপ্রতিনিধি পেয়ে ৯৩ নম্বর ওয়ার্ডের মানুষ অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি।