November 30, 2023 | Thursday | 10:10 AM

‘কাঞ্চনদার থেকে অনেক কিছু শিখেছি’, কাঞ্চনের সঙ্গে ছবি পোস্ট করে বললেন শ্রীময়ী

0

৫ ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালন হয় শিক্ষক দিবস। এই বিশেষ দিনে সবাই তাদের শিক্ষককে মনে করেন। ঠিক তেমনি অভিনেত্রী শ্রীময়ী ও মনে করলেন এই দিনটিতে তার শিক্ষাগুরু অর্থাৎ কাঞ্চন দা কে। শিক্ষক দিবসের দিন শ্রীময় কাঞ্চনকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে সমাজ মাধ্যমে শুরু হয়ে গিয়েছে ট্রোল।

কাঞ্চন এবং শ্রীমইয়ের বন্ধুত্ব ১১ বছর পূর্ণ হয়েছে। শ্রীময়ীর অভিনেতা থেকে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষা কী? ঝিমাই জানালেন ধৈর্য তিনি কাঞ্চনদাকে যেমন ভালো সময়ও দেখেছেন আবার তেমনি খারাপ সময়ও দেখেছেন একা কাঁদতে কিন্তু নিজের ধৈর্য হারানি। ঠিক একইভাবে তিনি খরাজ মুখোপাধ্যায় কেউ নিজের শিক্ষাগুরুর হিসাবে জানালেন।

এই মুহূর্তে শ্রীময় কাঞ্চনের সঙ্গে একই সিরিয়ালে অভিনয় করছেন স্টার জলসার কমলা ধারাবাহিকে। কয়েকদিন আগেও শ্রীময় কাঞ্চনের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। অভিনেত্রী এখন কোন কিছুকেই গুরুত্ব দেন না তিনি জানান সবকিছুই এখন গুরুত্বের ঊর্ধ্বে।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *