‘কারার ঐ লৌহ কপাট’ বিতর্কের মাঝে নতুন টুইট রহমানের! সোশ্যাল মিডিয়ায় কী বললেন তিনি?
কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে সমালোচিত হয়েছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। গানটির মূল সুর পাল্টে ফেলার কারণেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। গানটির নতুন সংস্করণে রহমানের সুর অনেকটাই ভিন্ন। গানটির মূল ভাব ও আবেগকে ধরে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন অনেকেই।
গানটির রিমেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। অনেকে রহমানের সমালোচনা করে বলেছেন, তিনি নজরুল ইসলামের গানকে অপমান করেছেন। গানটির রিমেক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নজরুল ইসলামের নাতি কাজী অরিন্দম ও নাতনি অনিন্দিতা কাজী। তারা বলেছেন, গানটির মূল সুর পাল্টে ফেলার কারণে গানটির মূল ভাবটি বিকৃত হয়ে গেছে।
গানটির রিমেক নিয়ে বিতর্কের মধ্যেই নতুন টুইট করেছেন রহমান। কিন্তু বিতর্কের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বরং তিনি তার নতুন ছবি ‘লাল সেলাম’-এর টিজার প্রকাশ করেছেন। ছবিটি পরিচালনা করছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত। ছবিতে রজনীকান্ত ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।