December 8, 2024 | Sunday | 2:05 AM

কালিকাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি- এর এবারের থিম ‘প্রজাপতয়ে নমঃ’

0

TODAYS বাংলা: কালিকাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে ৬৪ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “দুগ্গা এলো শিবালয়” । তবে এবারে তাদের থিম হল ‘প্রজাপতয়ে নমঃ ‘। তাদের থিমের এমন ভাবনার কারণ শিব ও পার্বতী বিবাহ কে তুলে ধরতে চলেছেন । ৩০ আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন শঙ্করী ইলেক্ট্রিক এবং শিল্পী হলেন প্রদীপ মান্না ও সুদীপ্ত মণ্ডল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *