কালীঘাট কিশোর সংঘ – এর এবারের থিম ‘আমাদের দূর্গা আমাদের গর্ব’
TODAYS বাংলা: কালীঘাট কিশোর সংঘ এবারে ৭৫ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “শিল্পীত প্রার্থনা”। তবে এবারে তাদের থিম হল ‘আমাদের দূর্গা আমাদের গর্ব ‘। তাদের এই থিমের ভাবনার কারণ পুরুষশাসিত এ জগতে সমাজের প্রত্যেক স্তরের নারীরা যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমাজের ভিন্নরূপী মহিষাসুরদের যেভাবে বধ করে চলেছেন, তা তুলে ধরার চেষ্টা। ২৭শে আগষ্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন বাপি দাস (মায়া ইলেকট্রিক)। শিল্পী হিসেবে রয়েছেন বাপি সাহা, জয়ন্ত নস্কর। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ এবং একদিন বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যাবস্থা।